• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে হেলমেট ছাড়া বাইক চালকদের কাছে তেল বিক্রি করা যাবে না --- এসপি মাহবুব

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০১৯, ১৭:১৮ | আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৭:২০
চাঁদপুর প্রতিনিধি।।
প্রিন্ট

বাইক চালকদের হেলমেট না থাকলে তারা কোন তেলের পাম্পে গিয়ে তেল ক্রয় করতে পারবে না। এমন নির্শনার কথা জানিয়েছেন চাঁদপুর পুলিশ সুপার মাহবুবুর রহমান। 

জেলার কোনো তেল পাম্পে জেলা পুলিশের এই নির্দেশনা অমান্য করার অভিযোগ পেলে সে পাম্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আর তেল পাম্পের ব্যপারে এ বিষয়টি মনিটরিং করবেন চাঁদপুরের ট্রাফিক বিভাগ ও নিজ নিজ এরিয়ার থানার অফিসার ইনচার্জগন।

৬ নভেম্বর জেলা পুলিশের বিশ্বস্ত সূত্রে এ নির্দেশনার কথা জানা যায়।সূত্র জানায়,চাঁদপুরে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকের কাছে তেল বিক্রি নিষিদ্ধ করেছে জেলা পুলিশ। একই সঙ্গে তিনজন আরোহী থাকলেও মোটসাইকেলে তেল বিক্রি করতে পারবে না পাম্প মালিকরা। সোমবার চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান ও জেলার পাম্প মালিকদের এক মতবিনিময় শেষে এ নির্দেশনা দেওয়া হয়। আর নির্দেশনার পর পরই জেলার পাম্প মালিকরা জেলা পুলিশের এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে।

এ ব্যপারে পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান জানান, মোটরসাইকেল চালকদের বেশি করে সচেতনতা বৃদ্ধি ও দুর্ঘটনা এড়াতে এমন নির্দেশনা দিয়েছি। শুধু হেলমেটই নয় যদি কোনো মোটরসাইকেলে ২ জনের বেশি ৩ জন মোটরসাইকেল আরোহী থাকে তবে তার কাছেও তেল বিক্রিতে এই নিষেধাজ্ঞা আরোপ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, চাঁদপুরের প্রতিটি পাম্পে পুলিশের এই নির্দেশনামূলক ব্যাণার টানানো হয়েছে। কিছু পাম্পে আমাদের এ নির্দেশনার ব্যাণার টানানো থেকে এখনো বাকি থাকতে পারে। তবে দ্রুত সময়ের মধ্যেই সব জায়গায় এ ব্যাণার টানানো হবে।