• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করুন"

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০১৯, ১০:১৬
চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি হোসনে আরা বেগম।
প্রিন্ট

প্রতিপাদ্যে চাঁদপুরেও মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৪ নভেম্বর সোমবার মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুরের আয়োজনে রোটারী ভবনে এ অনুষ্ঠান হয়। এ সময় আনন্দঘন পরিবেশে শিক্ষকদের সম্মাননা প্রদান ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি হোসনে আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহসিন রেজা। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দুলাল চৌধুরী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন।

চাঁদপুর জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চাঁদপুরের সভাপতি মোঃ আলমগীর কবির, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাফায়েত আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি মতলব উত্তর উপজেলার সভাপতি মোঃ মজলিস আহমেদ, সাবেক শিক্ষক নেতা মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি আবদুল গণি, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রতন, দপ্তর সম্পাদক মোঃ হাসান আহমেদ প্রমুখ।