• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরের চরাঞ্চলে চাঁদপুর রোটারী ক্লাবের বিনামূল্যে চক্ষু শিবির

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০১৯, ১১:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুরের পরিচালনায় মতলব উত্তর উপজেলার এখলাশপুর ইউনিয়নের চরকাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার ২ নভেম্বর দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে অর্ধসহ¯্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। এর মধ্যে ৩৮ জন চোখে ছানিপড়া রোগীকে বিনামূল্যে  লেন্স লাগানোর জন্যে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুরে নিয়ে যাওয়া হয়েছে। চাঁদপুর রোটারী ক্লাবের সাধারণ সম্পাদক রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদাউস শাহীনের সৌজন্যে চক্ষু শিবিরটি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফ, ডেপুটি গভর্নর রোটাঃ পিপি তমাল কুমার ঘোষ আরএফএসএম, রোটাঃ পিপি আলহাজ্ব আবুল কাশেম গাজী পিএইচএফ, অ্যাসিস্ট্যান্ট গর্ভনর রোটাঃ মফিজ উদ্দিন সরকার পিএইচএফ, রোটাঃ আইপিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু পিএইচএফ, রোটাঃ নাসির খান পিএইচএফ, ক্লাব সচিব অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন পিএইচএফ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রোটাঃ অ্যাডঃ শাহাদাত হোসেন পিএইচএফ, রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম পিএইচএফ, রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার আরএফএসএম, রোটাঃ উজ্জ্বল হোসাইন আরএফএসএম, রোটাঃ রফিকুল ইসলাম, রোটাঃ গোপাল সাহা আরএফএসএম, রোটাঃ শাহানা ইসলাম, রোটাঃ রহিমা বেগম কল্পনা পিএইচএফ প্রমুখ।