• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজার লোকনাথ মন্দির ও আশ্রম পরিদর্শনে বিচারপতি সৌমেন্দ্র সরকার

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০১৯, ১০:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর পুরাণবাজার শ্রী শ্রী লোকনাথ মন্দির ও আশ্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি সৌমেন্দ্র নাথ সরকার। তিনি গত ১ নভেম্বর রাত সাড়ে ৭টায় মন্দির প্রাঙ্গণে পৌঁছলে মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কার্তিক চন্দ্র সাহা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোটারিয়ান রিপন সাহা ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে তাঁকে স্বাগত জানান। এ সময়  অন্যান্যের মধ্যে বিচারপতিকে আরো ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী, ঐক্য পরিষদ শহর কমিটির ভাস্কর দাস, লিটন সাহা,  সুমন সাহা প্রমুখ। বিচারপতি সৌমেন্দ্র সরকার মানব জন্মকে সার্থক করতে ন্যায় নীতি ও আদর্শ থেকে যেনো আমাদের কোনোভাবেই বিচ্যুতি না ঘটে সেদিকে নজর রাখার জন্যে সকলের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খাঁন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরে আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন হরিসভা মন্দির কমপ্লেক্সের সহ-সভাপতি বিমল চৌধুরী। সভা পরিচালনা করেন মন্দির ও আশ্রমের সাংগঠনিক সম্পাদক তন্ময় বণিক। এ সময় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ জাহিদুল করিম, যুগ্ম জেলা ও দায়রা জজ অরুণ পাল, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন,  জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাবেক সভাপতি প্রফেসর রঞ্জিত কুমার বণিক, চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি তপন সরকার, উপদেষ্টা পরেশ চন্দ্র মালাকার, মন্দির কমিটির উপদেষ্টা সমর কান্তি সাহা, সহ-সভাপতি প্রমোদ দাস, প্রভাস সাহা, দীপক রায়, পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি অনন্ত চক্রবর্তী, সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ প্রমুখ। পরে ভক্ত নর-নারী সম্মিলিতভাবে উৎসবকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। গতকাল ২ নভেম্বর সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান।