• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

৪৮তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা

সমবায়ের মাধ্যমে আমাদের এমন কার্যক্রম গ্রহণ করতে হবে যা সারা বিশ্ব অনুকরণ করবে : ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শওকত ওসমান

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০১৯, ১০:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁদপুরেও উদ্যাপন করা হয়েছে ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯। জেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে গতকাল ২ নভেম্বর শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপ-সচিব মোঃ শওকত ওসমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিলো প্রতিটি ইউনিয়ন পর্যায়ে সকলকে একত্রিত করে বহুমুখী সমবায় সমিতি গড়ে তোলা। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সমবায় সমিতির বিকল্প নেই। উন্নত বংলাদেশ গড়তে চাইলে প্রতিটি ইউনিয়নে বহুমুখী সমবায় সমিতি গড়ে তুলতে হবে। আমরা সকলে মিলে যদি একত্রিত হয়ে কোনো কাজ করি তাহলে সে কাজের সফলতা আসবেই। তিনি মা ইলিশসহ জাটকা রক্ষায় জেলেদের নিয়ে সমবায় সমিতি গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, জেলে সম্প্রদায়কে মৎস্য সম্পদ আহরণ করার পাশাপাশি তা রক্ষায় এগিয়ে আসতে হবে। যখন তারা সমবায়ের মাধ্যমে একত্রিত হবে তখন তারাই মৎস্য সম্পদ রক্ষায় তৎপর হবে। তিনি এভাবে জেলে, কৃষক, তাঁতীসহ সকল পেশাজীবীকে নিজেদের প্রয়োজনে সমবায় সমিতি করার জন্যে উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে আমাদের এমন কার্যক্রম গ্রহণ করতে হবে যা সারা বিশ^ অনুকরণ করবে।
চাঁদপুর সেন্ট্র্রাল কো-অপারেটিভ ব্যাংক লিঃ-এর সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মোঃ আসাদুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া। সদর উপজেলা সমবায় অফিসার দুলাল চন্দ্র দাস ও জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ মোতালেব খানের যৌথ পরিচালনায় সমবায়ীদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সাধারণ সম্পাদক আলী এরশ^াদ মিয়াজী, চাঁদপুর সদর ইউসিসিএ লিঃ-এর সভাপতি শহীদুল্লাহ খান, যুবধারা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মোঃ জুলহাস মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, চান্দ্রা শিক্ষিত বেকার কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ-এর সভাপতি জসিম উদ্দিন শেখ প্রমুখ। আলোচনা সভার পূর্বে অতিথি ও বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

 

সর্বাধিক পঠিত