• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০১৯, ১০:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তরে ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ নভেম্বর শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়েছে। পরে আলোচনা সভায় আশ্রয়ন প্রকল্পের ২০টি অসহায় পরিবারকে ৩ লাখ ৪০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডঃ নূরুল আমিন রুহুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা, ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা শিমুল সরকার, ছেঙ্গারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার, পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর খোকন ঢালী, পৌর আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলাম, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, সমবায় অধিদপ্তরের অফিস সহকারী আমান উল্লাহসহ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এর আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসটি উদ্বোধন করা হয়।