বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন দুই দেলোয়ার


আসন্ন বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন দুই দেলোয়ার। দুজনেই সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন সদ্য সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খান ও আরেকজন মোঃ দেলোয়ার হোসেন ঢালী।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন এবং সেদিনই নির্ধারিত হবে কে হচ্ছেন বাজার ব্যবস্থাপনা কমিটির কর্ণধার।
গত ক’দিন যাবত দুই প্রার্থীই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনী হালচাল নিয়ে কথা হয় সভাপতি প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন ঢালীর সাথে। তিনি জানান, আমি বর্তমানে ১৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি পদে দায়িত্ব পালন করছি, এর আগেও আমি বাজার ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। তিনি আরও জানান, বাবুরহাট বাজারকে একটি আধুনিক বাজারে রূপান্তরিত করার লক্ষ্যে আমি সব সময়ই কাজ করেছি। তিনি বলেন, এবারের নির্বাচনে আমি বিজয়ী হতে পারলে বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির জন্যে একটি আধুনিক অফিস স্থাপন, মতলব রোডে একটি পাকা টয়লেট স্থাপনের ব্যবস্থা করবো। বাজারের পরিবেশগত উন্নয়ন সহ সার্বিক পরিস্থিতির উন্নয়নে কাজ করবো।
অপর প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন খানের সাথে আলাপকালে তিনি জানান, আমার দায়িত্বকালীন সময়ে বাজারে চুরি, ডাকাতি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করেছি। এছাড়া বাজারের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। তিনি আরও জানান, আমি সব সময়ই বাজারের ব্যবসায়ীদের সাথে আছি ও থাকবো।