মতলব দক্ষিণে জাতীয় সমবায় দিবস পালন


মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে গতকাল ২ নভেম্বর ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠানে মতলব প্রেসক্লাবের সভাপতি রোটাঃ গোলাম সারওয়ার সেলিম, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, কোষাধ্যক্ষ রোটাঃ রেদওয়ান আহমেদ জাকিরসহ সমবায় অফিসের কর্মকর্তা, সাংবাদিক, সমবায়ীবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।