• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির হস্তক্ষেপে হাজীগঞ্জের রাব্বি জেএসসি পরীক্ষা দিচ্ছে

প্রকাশ:  ০২ নভেম্বর ২০১৯, ০৯:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 পত্রিকায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী জেএসসি/জেডিসি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের কাছে পৌঁছলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়াকে পর্যাপ্ত দিক নির্দেশনা প্রদান করেন, সেইসাথে উভয় শিক্ষার্থীর ব্যাপারে দুটি বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলেন। শেষ পর্যন্ত জেএসসি শিক্ষার্থীর পক্ষ থেকে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমিল্লা শিক্ষা বোর্ডে গিয়ে এমপি স্যারের রেফারেন্সে রাব্বির প্রবেশপত্র সংগ্রহসহ পরীক্ষায় অংশগ্রহণের কার্যক্রম সম্পন্ন করেন। অপর দিকে মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলায় জেডিসিতে অংশ নিতেই পারলো না রামচন্দ্রপুর ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থী রাকিব হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে রামচন্দ্রপুর ফাযিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী রাকিব ও টঙ্গিরপাড় উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী রাব্বি পরীক্ষা দিতে পারছেন না এমন বিষয়টি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয়ের নজরে আসে। এর পরেই তিনি দুটি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেন। সেই সাথে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে স্ব স্ব শিক্ষা বোর্ডে যাওয়ার জন্যে নির্দেশনা প্রদান করেন। সে আলোকে হাটিলা টঙ্গিরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমিল্লা শিক্ষাবোর্ডে গিয়ে রাব্বির পরীক্ষায় অংশগ্রহণের সকল প্রক্রিয়া সম্পন্ন করেন। অপরদিকে প্রশাসনিক নির্দেশনা থাকার পরেও রামচন্দ্রপুর ফাযিল মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তি বোর্ডে গিয়ে কাজ করতে না পারার কারণে শেষ পর্যন্ত তাদের শিক্ষার্থী রাকিব হোসেনের পরীক্ষা দেয়া আর সম্ভব হয়ে উঠেনি।
রাব্বির চাচা রাসেল মজুমদার চাঁদপুর কণ্ঠকে বলেন, রাব্বি আমার ভাতিজা। সে পরীক্ষায় অংশ নিতে পারছে এর চেয়ে আনন্দের আর কিছু নেই। এ বিষয়ে আমি আমাদের মাননীয় এমপি স্যার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, ইউএনও বৈশাখী বড়–য়াসহ হাজীগঞ্জে কর্মরত বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া বলেন, এ বিষয়ে আমাদের মাননীয় এমপি স্যারের নির্দেশনায় আমি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে পর্যাপ্ত নির্দেশনা দিয়ে বোর্ডে পাঠিয়েছি। তবে রাব্বি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলেও রাকিব অংশ নিতে পারছে না।

সর্বাধিক পঠিত