২ নভেম্বর শনিবার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুর আসছেন
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯, ১০:৫৯ | আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১১:০৪
নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আগামীকাল ২ নভেম্বর শনিবার চাঁদপুর আসছেন। তিনি এ দিন নৌপথে রওয়ানা দিয়ে বিকেল ৪টায় চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌঁছবেন এবং বিকেল সাড়ে ৪টায় পুরাণবাজার হরিসভা সংলগ্ন নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন শেষে রাত সাড়ে ৭ টায় শহরস্থ কদমতলা বাসভবনে তার নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। পরদিন সকাল ৬টায় নৌপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।