ছবি-০৫ আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার ইবতেদায়ী সমাপনী ও জেডিসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে বক্তাগণ
ডাঃ দীপু মনি আমাদের জন্য আশীর্বাদ


চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ দক্ষিণ গুণরাজদী আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার ইবতেদায়ী সমাপনী ও জেডিসি পরীক্ষার্থীদের জন্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী তাফাজ্জল হোসেন তাফু পাটওয়ারী, চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী। এছাড়া মাদ্রাসার শিক্ষকম-লী ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওঃ মুফতি জিয়াউদ্দিন খন্দকার। তিনি তাঁর বক্তব্যে এ মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ায় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে মাদ্রাসার জন্যে একটি চারতলা ভবন অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি এ মাদ্রাসার জন্যে জমিদাতা এবং মাদ্রাসাটির উত্তরোত্তর সমৃদ্ধির জন্যে যাঁরা নিরলস পরিশ্রম করেছেন তাঁদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
প্রধান অতিথিসহ অন্য অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা চাঁদপুরে অনেক এমপি, মন্ত্রী এবং নেতা দেখেছি এবং পেয়েছি। কিন্তু ডাঃ দীপু মনির মতো এতো উন্নয়ন কেউ করেন নি। তাঁর উন্নয়নের ছোঁয়া সকল সেক্টরে লেগেছে। তাঁর কাছ থেকে কেউ বঞ্চিত হন নি। তাঁর উন্নয়ন কর্মকা-ে কখনো কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা আসেনি। তিনি প্রতিহিংসাপরায়ণ নন। যার প্রমাণ বর্তমান এমপিওভুক্তির চিত্র দেখলে বুঝা যায়। তিনি যেমনিভাবে রাজনৈতিক গুণাবলিসম্পন্ন একজন মানুষ, তেমনি চাঁদপুরের উন্নয়নেরও রোল মডেল তিনি। তাই আমরা নির্দ্বিধায় বলবো, ডাঃ দীপু মনি আমাদের জন্য আশীর্বাদ। চাঁদপুরের আপামর জনতা তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবে এবং ঋণী থাকবে।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ জসিম উদ্দিন। মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাদ্রাসার সাবেক ছাত্র মোঃ জয়নাল আবেদীন ও কবির হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র একরাম মিজি, হামদে বারি তাআলা এবং নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করেন মাদ্রাসার ছাত্র মোঃ মানিক গাজী ও মেহেদী হাসান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওঃ মুফতি জিয়াউদ্দিন খন্দকার। সবশেষে তবররুক বিতরণ করা হয়।