• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজার ১নং ঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৯, ১০:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরস্থ পুরাণবাজারের ১নং ঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন আরডিসি আবিদা সুলতানা। গতকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকালে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। তিনি ডাকাতিয়া নদী সংলগ্ন সাদ্দাম হোসেনের হোটেল, ইউছুফ খানের কনফেকশনারী, মোহম্মদ আলীর দোকান ও মুরাদ বেপারীর দোকান উচ্ছেদ করেন। এ সময় সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ইব্রাহীম খলিল, পৌর ভূমি কর্মকর্তা মাহবুবুল গণি, বিআইডব্লিউটিএ যুগ্ম-পরিচালক মাহমুদুল হাসান, উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, সহ-পরিচালক শরিফুল হক, সিবিএ সভাপতি আব্দুস ছাত্তার, যুগ্ম সম্পাদক মোঃ শাহজালাল, চাঁদপুর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়াসহ সঙ্গীয় পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
উচ্ছেদের ব্যাপারে আবিদা সুলতানা জানান, আমরা এদেরকে গত ২ সেপ্টম্বর ডিসি অফিস থেকে নোটিস প্রদান করি সরে যাওয়ার জন্য। কিন্ত তারা তা না করায় আজ আমরা তাদেরকে উচ্ছেদ করতে বাধ্য হই। যে সকল স্থাপনা অবৈধভাবে গড়ে উঠেছে পর্যায়ক্রমে তা উচ্ছেদ করা হবে বলেও তিনি জানান।

 

সর্বাধিক পঠিত