• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আজ পুরাণবাজার লোকনাথ মন্দির ও আশ্রমে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৯, ১০:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রতি বছরের ন্যায় এ বছরও পুরাণবাজার লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ও আশ্রমে উদ্যাপিত হবে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৩তম বাৎসরিক ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব। এ উপলক্ষে ২ দিনব্যাপী ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের প্রথমদিন আজ ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় লোকনাথ ব্রহ্মচারীর জীবনভিত্তিক ডিজিটাল চলচ্চিত্র প্রদর্শনী, রাত ৮টায় শুভ অধিবাস, মাঙ্গলিক ঘট স্থাপন, নর-নারী সমবেত হয়ে গঙ্গা আবাহন শেষে লোকনাথ বাবার ফল ও মিশ্রি ভোগ নিবেদন।
অনুষ্ঠানে প্রথমদিন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি সৌমেন্দ্র সরকার। আগামীকাল ২ নভেম্বর শনিবার প্রদীপ প্রজ্জ্বলনকে কেন্দ্র করে সকাল ৮টায় মিশ্রী ভোগ নিবেদন, সিদ্দ ভোগ নিবেদন, শ্রীশ্রী বাবার ষোড়শো পূজা, রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণ। বিকেলে শ্রীশ্রী বাবার শীতল ভোগ নিবেদন। সন্ধ্যা ৬টায় মন্দির প্রাঙ্গণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো নর-নারী দেশ ও জাতির কল্যাণ এবং নিজেদের সুখ-শান্তি কামনায় জগতের অন্ধকার দূরীকরণে আলোর বার্তা ছড়িয়ে দিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ কামনা করে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করবেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেয়র, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত থাকবেন বলে।
অনুষ্ঠানে জাতি, ধর্ম-বর্ণ-নির্বিশেষে অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় বিশ্বাসী সকল শ্রেণী-পেশার মানুষের সানুগ্রহ উপস্থিতি কামনা করেছেন মন্দির ও আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি কার্তিক চন্দ্র সাহা ও সাধারণ সস্পাদক রোটারিয়ান রিপন সাহা। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেয়া ভক্তদের জন্যে একসিদ্দ প্রসাদের ব্যবস্থাসহ প্রদীপ প্রজ্জ্বলনের উপকরণ সংগ্রহের ব্যবস্থা রয়েছে।