• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জেলা সঞ্চয় অফিসের উঠোন বৈঠক

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৯, ১০:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জেলা সঞ্চয় অফিস চাঁদপুরের আয়োজনে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর সকালে সঞ্চয়ে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চাঁদপুর জেলা সঞ্চয় ব্যুরো অফিসের সম্মুখস্থ উন্মুক্ত স্থানে গ্রাহকদের সাথে মতবিনিময় করেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (আপিল কর্মকর্তা) শাহানারা বেগম। এ সময় চাঁদপুর জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান, জেলা সঞ্চয় অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, হিসাবরক্ষক মোঃ হেলাল উদ্দিন, অফিস সহকারী মোঃ মফিজউদ্দিন, মোঃ কামাল হোসেন, সঞ্চয় গ্রাহক পীযূষ কান্তি সাহা, বিপুল চক্রবর্তী, আফসার হোসেন, খোরশেদ গাজীসহ বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
উপ-পরিচালক শাহানারা বেগম সঞ্চয়ের প্রতি গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গ্রাহক সেবার মান উন্নয়নে জাতীয় সঞ্চয় অধিদপ্তর তৎপর রয়েছে। জাতীয় সঞ্চয় ব্যুরোর  প্রতি যাতে আমানতকারীগণ আরো বেশি আকৃষ্ট হয় সে ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে অধিদপ্তর আন্তরিক। তিনি আমানতকারীদের মুনাফার উপর উৎস কর বৃদ্ধি প্রসঙ্গে বলেন, আমাদের পূর্ব নির্ধারিত মুনাফার হার বাড়েনি, তা আগের মতই আছে। যা বেড়েছে তা মুনাফার উপর ৫ লক্ষ টাকার অধিক যাদের আছে সে ক্ষেত্রে ৫-এর স্থলে ১০ করা হয়েছে। তিনি টিন নাম্বার সম্পর্কে বলেন, ৫ লক্ষ টাকা পর্যন্ত জমাদানের ক্ষেত্রে টিন নাম্বার মওকুফ করা যায় কিনা এ ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। হতাশ হওয়ার কিছু নেই। জাতীয় সঞ্চয় ব্যুরো এখনো গ্রাহকদের অধিক মুনাফা দিয়ে আসছে। আপনারা সঞ্চয়ী হবেন এবং নিরাপদ প্রতিষ্ঠানে লেনদেন করবেন।