চাঁদপুরে কলেজ ছাত্র দেলোয়ারের উপর হামলার ভিডিও ফুটেজ পেয়েছে পুলিশ


চাঁদপুর শহরে কলেজ ছাত্র দেলোয়ারের উপর হামলার পুরো ঘটনাটির ভিডিও ফুটেজ পুলিশের হাতে।যারা জড়িত তাদের প্রত্যেকের পরিচয় সংগ্রহ করা হচ্ছে।দ্রুত এদের প্রত্যেককে পুলিশ আটক করে আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী। তিনি জানান এখন পর্যন্ত ওই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
৩০ অক্টোবর বুধবার সন্ধ্যায় জিয়া হল ছাত্রাবাসের হল রুমে জেলা পুলিশের আয়োজনে অধিকতর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের মধ্যে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, অপরাধ দমনে যেকোন সহযোগিতা পুলিশ করবে। শুধুমাত্র সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।তিনি আরো জানান, স্কুল ম্যানেজমেন্টের দায়িত্ব স্কুল সময়ে তার শিক্ষার্থীরা স্কুলে রয়েছে কি না তা চেক করা। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান তাদের কাজ গুলোতে মনযোগী হলে সামাজিক ব্যার্থতা কমে আসবে। বখাটেদের উৎপাত কমাতে পুলিশ প্রতিনিয়ত স্পেশাল ট্রহল দিচ্ছে।তবে অন্যায়ের প্রতিবাদে সবাইকে সচেতন হতে হবে। নিজের দায়িত্ব সম্পর্কেও সবাইকে সচেতন হতে হবে। এরপরও যেকোন সমস্যায় পুলিশকে পাশে পেতে ৯৯৯ এ কল করুন। তবে দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে চাই দেলোয়ারের ঘটনা আর চাঁদপুরে ঘটবে না। চাঁদপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও জিয়া হল ছাত্রাবাসের হল সুপার কি.এম হাসান শাহারিয়ারের পরিচালনায়।
এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, চাঁদপুর সরকারি কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলী আজগর ফকির, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপু পাটওয়ারী, জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রুবেল, সাংগঠনিক আলামিন তালুকদার প্রমুখ। এ সময় জিয়া হল ছাত্রাবাসের শতাধিক ছাত্ররা উপস্থিত ছিলো।