• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার জাহেদ পারভেজ চৌধুরী

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০১৯, ০৯:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার অর্জন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী। গত সোমবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে সেপ্টেম্বর মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সঙ্কটে জনসচেতনতা সৃষ্টির জন্যে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)-এর হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।
এদিকে একই ক্যাটাগরিতে চাঁদপুর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তিনি শ্রেষ্ঠ ওসির পুরস্কার অর্জন করেন।
পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, যে কোনো কাজের ধারাবাহিকতা এবং টার্গেট রেখে এগিয়ে যেতে হয়। তাহলে কাজের সফলতা আসে। টার্গেট না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সকলে যার যার অবস্থান থেকে এগিয়ে যেতে হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফজাল হোসেনসহ জেলার অন্য সকল সার্কেল এএসপি, অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন।

 

 

সর্বাধিক পঠিত