• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ব্যাংক কলোনীতে সিসি ক্যামেরা স্থাপন করায় অ্যাডঃ নাজমুল হুদাকে ওসির শুভেচ্ছা

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০১৯, ০৯:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরের ব্যাংক কলোনী ও শেরেবাংলা আবাসিক এলাকায় চুরি থামছেই না। একের পর এক চুরির ঘটনা ঘটেই চলছে। গত দশদিনে ছয়টি দুর্ধর্ষ চুরি এবং কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ যাবৎ কোনো চোর বা ছিনতাইকারীকে সনাক্ত করা যায়নি। শেরেবাংলা আবাসিক সড়কে অলি-গলি বেশি। যার দরুণ পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের টহল সদস্যদের দায়িত্ব পালনে হিমশিম খেতে হচ্ছে। এমতাবস্থায়  অপরাধীকে চিহ্নিত করতে নিজ উদ্যোগে রাস্তাসহ নিজ বাসায় বেশ কয়েকটি সিসি ক্যামেরা লাগিয়েছেন অ্যাডঃ মুহাম্মদ নাজমুল হুদা।
তিনি চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬-এর উপদেষ্টা এবং ওই এলাকার বাসিন্দা। অ্যাডঃ মুহাম্মদ নাজমুল হুদার এ উদ্যোগকে ধন্যবাদ জানাতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শেরেবাংলা আবাসিক এলাকার রাহী হাউজে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসিম উদ্দিন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, মহল্লায় অপরাধ প্রবণতা এবং আইনশৃঙ্খলা ভালো রাখতে সবাইকে আন্তরিক হতে হবে। ভালো কাজ যে কেউ করতে পারেন। যারা সমাজ ব্যবস্থাপনা নিয়ে ভাবেন তারাই কমিউনিটি পুলিশিংয়ে কাজ করছেন।
উপস্থিত ছিলেন মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হারুনুর রশিদ, কমিউনিটি পুলিশিং ইন্সপেক্টর (সিপিআই) মোঃ আবদুর রব, অঞ্চল-৬-এর সভাপতি এএসএম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, সহ-সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিদ হোসেন, ব্যাংক কলোনী মহল্লার সভাপতি মোঃ মফিজুল ইসলাম মিয়াজী ও সাধারণ সম্পাদক মোঃ রেদোয়ান।

 

সর্বাধিক পঠিত