চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের রিক্সা ভ্যান বিতরণ


গত ২৭ অক্টোবর সন্ধ্যায় চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব কর্তৃক একজনকে কর্মসংস্থানের জন্যে একটি রিক্সা ভ্যান প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২-এর বর্তমান গর্ভনর রোটাঃ এম. আতাউর রহমান পীর পিএইচএফ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক লেফটেন্যান্ট গর্ভনর, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফ, রোটাঃ পিপি আলহাজ¦ আবুল কাশেম গাজী পিএইচএফ, আইপিপি রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, পিএইচএফ, ক্লাব সভাপতি রোটাঃ শেখ মঞ্জরুল কাদের সোহেল আরএফএসএম, সচিব রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন পিএইচএফ, রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম পিএইচএফ, রোটাঃ উজ্জ্বল হোসাইন আরএফএসএম, রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ নাজিমুল ইসলাম এমিল, রোটাঃ হাবিবুর রহমান পাটওয়ারী আরএফএসএম প্রমুখ। রোটার্যাক্টরদের মধ্যে ছিলেন রোঃ রেজাউল ইসলাম রকি, সভাপতি এনামুল ইসলাম, সহ-সভাপতি দেলোয়ার হোসেন সুমন, সচিব রাতিবুল ইসলাম তুষার, শোয়েব জয়, হিমেল প্রমুখ।