ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত বাবা ও মেয়েকে চাঁদপুরে দাফন


রাজধানীর আদাবরে সড়ক দুর্ঘটনায় নিহত বাবা- মেয়েকে চাঁদপুরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। নিহতরা হলেন চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের পশ্চিম বালিয়া গ্রামের ছিডু ছৈয়াল বাড়ির সিরাজ ছৈয়াল (৫৫) ও তাঁর মেয়ে আকলিম আক্তার (১৬)। গতকাল ২৯ অক্টোবর মঙ্গলবার বিকালে নিহতদের লাশ গ্রামের বাড়ি আসলে সেখানে হ্নদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। নিহত বাবা ও মেয়েকে একনজর দেখার জন্য বালিয়ার ছৈয়াল বাড়িতে ভিড় করেন শত শত মানুষ। বাদ আছর তাদের জানাযা শেষে দাফন করা হয়।
ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত চাঁদপুর সদর বালিয়া গ্রামের সিরাজ ছৈয়াল ও আকলিমার স্বজনদের আহাজারি।
নিহতের স্বজনরা জানায়, সিরাজ ছৈয়াল গ্রামেই ভ্যান গাড়িতে করে তরিতরকারি বিক্রি করতেন। তাঁর ৪ মেয়ে ১ ছেলে।দুই মেয়ের বিয়ে হয়েছে। আকলিমা দুই মাস যাবত ঢাকার একটি গার্মেন্টস এ চাকুরী করত।মেয়েকে দেখে রাখতে সিরাজ ছৈয়াল ঢাকায় যায় তরিতরকারির ব্যবসা করতে।সে সুবাদে বাবা- মেয়ে আদাবরে বাসা ভাড়া নেয়।
রোববার ভোর রাতে বাবা সিরাজ ছৈয়াল বাসা থেকে মেয়ে আকলিমাকে নিয়ে রাস্তায় বের হয়।উদ্দেশ্য কাওরানবাজার পাইকারি বাজার থেকে সবজি কিনে আদাবর এলাকায় বিক্রি করা। আদাবর থানার শ্যামলী সড়ক ও জনপথ অফিস সংলগ্ন রাস্তা পার হতে দ্রুতগতির ঘাতক ট্রাক বাবা-মেয়েকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বাবা- মেয়ের মৃত্যু হয়। আদাবর থানা পুলিশ খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সোমবার বাড়ির লোকজন সেলিম মেম্বারের মাধ্যমে বাবা ও মেয়ের মৃত্যুর খবর পায়।