প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও লালন করতে হবে : নূরুল ইসলাম নাজিম দেওয়ান


নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলদ্ধি ও সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে বিজয় ফুল উৎসব ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটিরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও লালন করতে হবে। তাহলেই বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে। শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবায় নিয়োজিত হওয়ার সুশিক্ষা দিতে হবে। প্রজন্মকে নিজেদের অবস্থান থেকে কাজ করে সোনার বাংলা উপহার দিতে হবে। তাহলেই জাতি হিসেবে আমরা আরো মর্যাদাবান হবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, দেশাত্মবোধক ও জাতীয় সংগীত পাঠ করেন।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন সংগীত শিল্পী মৃণাল সরকার। অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।