• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

এবার হাজীগঞ্জে ভিক্ষুকমুক্ত হলো হাটিলা পূর্ব ও দ্বাদশগ্রাম ইউনিয়ন

প্রকাশ:  ৩০ অক্টোবর ২০১৯, ১০:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল হাজীগঞ্জে ভিক্ষুকমুক্ত হলো উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়ন ও দ্বাদশগ্রাম ইউনিয়ন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভিক্ষুকদের পুনর্বাসনের উপকরণ প্রদানের মাধ্যমে এদিন উপজেলার এই দুটি ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়া। এ সময় স্ব-স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিক্ষুকদের চাহিদা অনুযায়ী পুনর্বাসনের উপকরণ প্রদানকালে উপস্থিত ছিলেন স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিন বিকেলে দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১৩ জন ভিক্ষুককে নিজ নিজ চাহিদা অনুযায়ী পুনর্বাসনের উপকরণ (ক্ষুদ ব্যবসার মালামাল, রিক্সা ও ছাগল) বিতরণের মধ্য এ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল। এ সময় সুবিধাভোগীদের মধ্যে ৩ জনকে রিক্সা, ২ জনকে ক্ষুদ্র ব্যবসার যাবতীয় মালামাল ও ৩ জনকে ছাগল এবং দুই জনকে অন্যান্য উপকরণ প্রদান করা হয়। নাসিরকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাসিরকোট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়া, ইউপি সচিব নুরুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে মোঃ শাহজাহান, ইঞ্জিঃ শাহজাহান সিরাজ প্রমুখ।
একইদিন সকালে হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন ভিক্ষুককে নিজ নিজ চাহিদা অনুযায়ী পুনর্বাসনের উপকরণ (ক্ষুদ্র ব্যবসার মালামাল, সেলাই মেশিন, ছাগল ও হাঁস-মুরগি) বিতরণের মধ্য দিয়ে এ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব আবুল বাশার। অনুষ্ঠানগুলোতে স্ব-স্ব ইউনিয়নের সকল ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত