• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাইমচরে কোস্টগার্ডের অভিযানে সোয়া লাখ মিটার জালসহ ১৩ জেলে আটক

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০১৯, ১৩:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচরের মেঘনায় মা ইলিশ নিধনকালে ৩টি নৌকা এবং ১ লাখ ২৬ হাজার মিটার জালসহ ১৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের সিনিয়র চীফ পেটি অফিসার দীন ইসলামের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও ইউএনও অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে রোববার পৃথক অভিযান পরিচালনা করে জাল ও নৌকাসহ ওই জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেরা হলো চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকার সোলেমান আখনের ছেলে জাহাঙ্গীর আখন, ফজল হক রাঢ়ীর ছেলে দুলাল রাঢ়ী, হারুন ভূঁইয়ার ছেলে ছিদ্দিক ভূঁইয়া (৩৭), খোরশেদের ছেলে মাসুম, হাকিম মৃধার ছেলে মোক্তার হোসেন, আব্দুল মালেক গাজীর ছেলে সালাম গাজী, আব্দুল হালিম বেপারীর ছেলে ফজল আলী বেপারী, হরিণা এলাকার রশিদ গাজীর ছেলে জাহাঙ্গীর মিয়া, ইমাম হোসেন হাওলাদারের ছেলে মাসুম (৩১), মিজান শেখের ছেলে আরিফ হোসেন (১৯), মান্নান শেখের ছেলে রাসেল (১৯), হাবু ভূঁইয়ার ছেলে শাহজাহান ভূঁইয়া (৩০) ও মনু হাজীর ছেলে হানিফ। কোস্টগার্ড অফিসার দীন ইসলাম জানান, ইলিশের প্রজনন ক্ষেত্র তৈরিতে হাইমচরের মেঘনায় রোববার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৭০ কেজি ইলিশ মাছ জব্দ করি। আবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩টি নৌকা, ৬ হাজার মিটার জাল ও ১০ কেজি মাছসহ ১৩ জেলেকে আটক করি।  জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে। নৌকাগুলো জব্দ করা হয়েছে। মাছগুলো বিভিন্ন এতিমখানাসহ অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। আসামীদের উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হয়েছে।