কচুয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ১৩:৪৪
নিজস্ব প্রতিবেদক


কচুয়ায় পানিতে ডুবে হাসান (বয়স ১৫ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নুরপুর গ্রামের মাঈনউদ্দিনের শিশু পুত্রকে গতকাল সোমবার দুপুরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় আধা ঘণ্টা পর শিশুটির মৃতদেহ বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। ফুটফুটে চেহারার অধিকারী শিশুটির মৃত্যুতে তার মা-বাবার আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে।