• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কড়ৈতলীতে বিজয়া সম্মেলনে সনাতন ধর্মাবলম্বীদের মিলন উৎসব

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০১৯, ১৩:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পর গত রোববার অনুষ্ঠিত হলো শ্যামা কালী পূজা। উপজেলার সর্বত্র সনাতন ধর্মাবলম্বীরা এ পূজা পালন করেছে। পূজা শেষেই গতকাল সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলন। উপজেলায় অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজার ১৯টি ম-পের প্রতিনিধি, বিভিন্ন মন্দিরের সভাপতি ও সম্পাদকগণ এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আশ্রম কমিটির সভাপতি চন্দন কুমার দের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দের প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিতেশ চন্দ্র শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার মজুমদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস, শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক হরিপদ চন্দ্র দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চাঁদপুর জেলা অফিসের কিরণ রায় চৌধুরী ও উত্তম মোহন্ত। স্বাগত বক্তব্য রাখেন মন্দির কমিটির নীতিনির্ধারক ও কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র মিত্র। সভায় শত শত নারী-পুরুষের উপস্থিতিতে বক্তারা সনাতন ধর্মকে এগিয়ে নিতে নানা ধরনের পরামর্শ প্রদান করেন। তারা বলেন, মন্দির গুলোর অবকাঠামোগত উন্নয়ন করা প্রয়োজন। এছাড়া আরো বেশি করে প্রাক প্রাথমিক বিদ্যালয় ও গীতা কেন্দ্র স্থাপনের উপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এর আগে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সংগঠক প্রয়াত কমল চক্রবর্তীর স্ত্রীর হাতে বিশেষ সহায়তা তুলে দেয় অতিথিবৃন্দ।  একই সাথে উপজেলার ১৯টি শারদীয় দুর্গোৎসব পূজা ম-পের প্রতিনিধিদের হাতে বিজয়া সম্মেলনে উপহার তুলে দেন আয়োজকবৃন্দ।