• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর স্কুলে স্কুলে ‘বিজয় ফুল’ তৈরির প্রতিযোগিতা

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০১৯, ১৩:০৯
চাঁদপুর প্রতিনিধি।।
প্রিন্ট

সোমবার থেকে সারাদেশের ন্যায় চাঁদপুরেও একযোগে শুরু হয়েছে স্কুলে স্কুলে ‘বিজয় ফুল’ তৈরির প্রতিযোগিতা। এরপরই বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী মনোনীত হয়ে উপজেলা পর্যায়ে অংশ নিবে প্রতিযোগিতায়। এ নিয়ে প্রতিটি স্কুলে এখন শিশু শিক্ষার্থীদের মাঝে চলছে প্রতিযোগিতা। কে করবে সবচেয়ে সুন্দর বিজয় ফুলটি।

সরেজমিনে দেখ যায়,চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে কাচি দিয়ে সবুজ, সাদা ও হলুদ পোস্টার কাটাকাটি করতে ব্যস্ত। কেউ কেউ ব্যস্ত আইকা গাম দিয়ে কাগজগুলো ভাঁজ করতে। কারও হাতে যেন সময় নেই। সবাই দক্ষ চিত্র শিল্পীর মতো নিপুন হাতে গড়ছে তার কীর্তি। কিছুক্ষণ পরই দেখা গেল চমৎকার চমৎকার শাপলা ফুল তৈরি করে ফেলেছে তারা। এ যেন তাদের মাঝে বিজয়ের হাঁসি।


পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এদিন বিজয় ফুল প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী ৩০ জন প্রতিযোগীর  মধ্যে বিজয়ী ৫ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও রচনা প্রতিযোগীতায় দুই গ্রুপে  ৬ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ মোঃ ইসমাইল হোসেন, মুকবুল হোসেন, নাছরিন জাহান, আল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউছার খান।

উল্লেখ্য, জাতীয় ফুল শাপলাকে প্রতীক ধরে সারা দেশের সকল স্কুল-কলেজে বিশেষ প্রতিযোগিতা ‘বিজয় ফুল’ অনুষ্ঠিত হয়ে আসছে। ছয় পাপড়ির এই ফুলের মাধ্যমে স্মরণ করা হয় বঙ্গবন্ধুর ছয় দফাকে। প্রথমবারের মতো দ্বাদশ শ্রেণী পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘বিজয় ফুল’ তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতা তিনটি স্তরে হবে। গ্রুপ-ক : শিশু থেকে পঞ্চম শ্রেণী, গ-গ্রূপ-খ : ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং গ-গ্রূপ- গ : নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয়ের অংশগ্রহণ করতে পারবে