চাঁদপুরে লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়া যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুরে লঞ্চ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়া নিঁখোজ যুবক মিলন (৩০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র ভৌমিক সঙ্গীয় ফোর্সসহ শহরের মোলহেড এলাকার ডাকাতিয়া নদীর অংশ থেকে মরদেহ উদ্ধার করেন। নিহত মিলন ঢাকা হাজারীবাগ ২১/২ গজ মহল এলাকার কবির উদ্দিনের ছেলে।
জানা গেছে, ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে শতাধিক যুবকসহ এম.ভি জাহিদ-৪ লঞ্চ যোগে রাজরাজেশ্বর এলাকায় পদ্মা নদীর পাড়ে ভ্রমনে আসেন মিলন। বিকেলে লঞ্চের তৃতীয় তলা থেকে মিলন ও তার অপর বন্ধু ফরহাদ (২৭) গোসল করার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দিলে মিলন তলিয়ে যায়। তার বন্ধু ফরহাদ সাঁতরিয়ে উঠতে পারলেও মিলন নিখোঁজ থাকে।
এ সংবাদ পেয়ে চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু তাহের খান সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং একই সময় ওই স্থানে উপস্থিত হয় নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পুলিশ ও ডুবুরি দল বেশ সময় নিয়ে পদ্মা ও মেঘনা নদীর কালিগঞ্জ পর্যন্ত মিলনের সন্ধানে তল্লাশি করে। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে নৌ পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরী করে এবং বেতার বার্তা অন্যান্য নৌ থানা ও ফাঁড়িতে প্রেরণ করে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র ভৌমিক বলেন, ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃতদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।