• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কিশোর গ্যাংয়ের হাতে মেধাবী ছাত্র দেলোয়ারের রক্তাক্ত জখমের প্রতিবাদে উত্তাল চাঁদপুর সরকারি কলেজ

সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশ:  ২৭ অক্টোবর ২০১৯, ১২:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দেলোয়ার হোসেন (২১) নামের এক মেধাবী কলেজ ছাত্রের ওপর কিশোর গ্যাং সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গতকাল চাঁদপুর সরকারি কলেজ ছিলো উত্তাল। সাধারণ শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় তারা কলেজ সম্মুখস্থ মরহুম আঃ করিম পাটওয়ারী সড়কে দীর্ঘসময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে। এ কর্মসূচিতে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষকগণও একাত্মতা প্রকাশ করেন। শহীদ জিয়া ছাত্রাবাস ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল-আমিন তালুকদারের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.এস.এম. দেলওয়ার হোসেন। তিনি  বলেন, যেসব কিশোর গ্যাং আমাদের কলেজের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী দেলোয়ারের উপর হামলা করেছে আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্যে প্রশাসনের প্রতি আহ্বান জানাই। ইতিমধ্যে ৩ জন কিশোর গ্যাং সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আর যেসব অপরাধী রয়েছে তাদেরকেও আটক করা হবে বলে পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে সন্ত্রাস নির্মূলে যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সেই মতে তিনি কাজ করে যাচ্ছেন। চাঁদপুর শহর শান্তির শহর। আমরা শান্তির শহর যেনো কোনোভাবে অশান্তিতে রূপ না নেয় সেভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাবো। চাঁদপুর হলো শিক্ষামন্ত্রী ডাঃ দীপুর মনির এমপির নিজ এলাকা। আমরা চাই শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণ করবে। দেলোয়ারের উপর যেসব সন্ত্রাসী আক্রমণ করেছে আমরা তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্যে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
অন্যান্য বক্তা বলেন, আমাদের মেধাবী শিক্ষার্থী দেলোয়ারের ওপর হামলাকারীদেরকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসন যদি আটক করে ব্যবস্থা না নেয় তাহলে কঠোর আন্দোলনের ডাক দিব। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অসিত বরণ দাশ, চাঁদপুর কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপু পাটওয়ারী, দপ্তর সম্পাদক তানজির রেজা রনি, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক সোহেল হোসেন, শিক্ষার্থী শাহরুক, আবু বকর, জুয়েল, শাহপরান, রিয়াজুল হক, মেহেদী হাসান প্রমুখ। উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক বেলাল হোসাইন, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক কিউ.এম. হাসান শাহরিয়ারসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন ভাস্কর্য ‘অঙ্গীকারে’ এ ঘটনা ঘটে। আহত দেলোয়ার হোসেন ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম আলোনিয়া গ্রামের লেদু মিয়ার ছেলে। সে চাঁদপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্র। বর্তমানে সে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার সময় অঙ্গীকারে বসে অবসর সময় কাটাচ্ছিলেন দেলোয়ার হোসেন। এ সময় তার নিকটতম স্থানে অন্য দু’জন কিশোর-কিশোরী কথা বলছিলেন। একই সময় চাঁদপুর আল আমিন একাডেমির ছাত্র ও প্রফেসর পাড়া এলাকার সফিক পাটওয়ারীর ছেলে সুসান তার সাথের আরো ১৫/২০ জন উঠতি বয়সের ছাত্রদেরকে নিয়ে সেখানে জড়ো হয়। তারা সেখানে ওই দুই কিশোর-কিশোরীকে ইভটিজিং করে বিভিন্ন আজেবাজে কথা বলে। তখন আহত দেলোয়ার তাদেরকে এমন আচরণ কেনো করছো এ কথা জিজ্ঞেস করতেই তারা সবাই কলেজ ছাত্র দেলোয়ারকে এলোপাতাড়ি মারতে থাকে। এমনকি ক্রিকেট খেলার ব্যাট এবং দেশীয় অস্ত্র দিয়ে মাথা ও শরীরে আঘাত করে আহত করে।