• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

রোটারী গভর্নর আতাউর রহমান পীর আজ চাঁদপুর আসছেন

প্রকাশ:  ২৭ অক্টোবর ২০১৯, ১২:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

রোটারী জেলা-৩২৮২, বাংলাদেশের ২০১৯-২০ রোটারীবর্ষের গভর্নর রোটারিয়ান প্রিন্সিপাল লেঃ কর্নেল (অবঃ) এম আতাউর রহমান পীর আজ রোববার ২৭ অক্টোবর চাঁদপুর আসছেন। তিনি আজ মধ্যাহ্নে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব এবং সন্ধ্যায় চাঁদপুর রোটারী ক্লাবে তাঁর অফিসিয়াল ভিজিট সম্পন্ন করবেন। এ সময় তিনি ক্লাবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও বাস্তবায়ন, এক্সক্লুসিভ মিটিং, ক্লাব এসেম্বলী ও সমাবেশে বক্তব্য রাখবেন।
গভর্নর এম আতাউর রহমান পীরের সাথে রোটারী জেলার কর্মকর্তাবৃন্দও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া জেলায় প্রতিনিধিত্বকারী চাঁদপুরের রোটারিয়ানরাও ঐসব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান শেখ মোঃ মঞ্জুরুল কাদের সোহেল জানান, গভর্নর আতাউর রহমান পীর আজ সন্ধ্যা ৬টায় কবি নজরুল সদরস্থ রোটারী ভবনে চাঁদপুর রোটারী ক্লাবের অফিসিয়াল ভিজিট শুরু করবেন। এছাড়া ক্লাবের কিছু প্রকল্প পরিদর্শন করবেন তিনি। গভর্নরের ভিজিট উপলক্ষে আজ একজন বৃদ্ধ দরিদ্র নারী ও একজন শিক্ষার্থীকে চাঁদপুর রোটারী ক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া রোটার‌্যাক্টরদের সেবামূলক প্রকল্পও বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, এম আতাউর রহমান পীর সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ। তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের অফিসার হিসেবে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক কমিশনপ্রাপ্ত হয়ে ২০০৬ সালে লেঃ কর্নেল হিসেবে পদোন্নতি লাভ করেন। বিএনসিসি ২ ময়নামতি ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে ২০১০ সালে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন।
১৯৫০ সালের ৮ এপ্রিল সুনামগঞ্জ শহরের ষোলঘর মহল্লায় প্রিন্সিপাল  এম আতাউর রহমান পীরের জন্ম। তিনি সুনামগঞ্জের মরমী কবি ও বিশিষ্ট আলেমে দ্বীন শাহ আছদ আলী পীর (রহঃ)-এর প্রপৌত্র এবং স্বনামধন্য শিক্ষক মরহুম আব্দুল মান্নান পীর ও মরহুমা আইয়ুবুন্নেছা খাতুনের বড় ছেলে। তাঁর সহধর্মিণী ফিরোজা আক্তার একজন স্কুল শিক্ষিকা, রোটারিয়ান ও ইনার হুইল ক্লাব অব সিলেটের প্রাক্তন চেয়ারম্যান। তাদের দুই ছেলে (রানা এমএল রহমান পীর ও রুমেল এমএস রহমান পীর) এবং একমাত্র মেয়ে (নাবিলা মাহজাবিন রিয়া)।

 

সর্বাধিক পঠিত