ফরিদগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত


কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে গতকাল শনিবার ফরিদগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ফরিদগঞ্জ থানা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কমিউনিটি পুলিশিং-এর আহ্বায়ক হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুর রকিব। সদস্য সচিব বাহারউদ্দিনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক এমকে মানিক পাঠান, পৌর কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক খলিলুর রহমান, সদস্য সজিব আহমেদ, ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতিদের মধ্যে নজরুল ইসলাম সুমন, জানিবুল ইসলাম জুয়েল, শহিদুল ইসলাম এবং থানা পুলিশের সিপিও নাছির উদ্দিন।