• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশ:  ২৭ অক্টোবর ২০১৯, ১১:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, অপরাধ দমনে কেবল পুলিশের আন্তরিকতাই যথেষ্ট নয়, প্রয়োজন স্থানীয় জনগণের সহযোগিতা, সম্পৃক্ততা ও গণসচেতনতা। জনগণ যদি অপরাধ নির্মূলে সহযোগিতা না করে, কোনোদিন এলাকার অপরাধ দমন করা সম্ভব হবে না। সেই কথাটি মাথায় রেখে বাংলাদেশ পুলিশ জনগণকে পুলিশিং কাজে এবং বিভিন্ন প্রকার অপরাধ দমনে সহযোগিতা করতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করেছে। এই কমিউনিটি পুলিশিং কাজের অগ্রগতি আরো বাড়ানোর জন্যে প্রতিবছর এ দিবসটি পালিত হয়।
গতকাল শনিবার মতলব উত্তর থানা কম্পাউন্ডে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
মতলব উত্তর থানা মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধার সভাপ্রধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আহসান হাবিব, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা সিরাজুল ইসলাম লস্কর, আইয়ুব আলী গাজী, অ্যাডঃ মনোয়ার হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মহসিন মিয়া মানিক, ষাটনল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সৈয়দ আহম্মদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সরকার মোঃ আলা উদ্দিন, ফরাজিকান্দি ইউনিয়ন  কমিউনিটি পুলিশিং কমিটির নাসির উদ্দিন শাহ, দূর্গাপুর ইউনিয়ন  কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সুলতান মাহমুদ ও সাংবাদিক মাহবুব আলম লাভলু। সভা পরিচালনা করেন মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মুরশেদ আলম ভূঁইয়া ও সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মাহমুদ টিটু।