চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বক্তাগণ
আল্লাহ ও রাসূল (সাঃ)-এর অবমাননা সহ্য করা হবে না


ভোলার বোরহান উদ্দিনে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আন্দোলনরত তৌহিদী জনতার উপর চালানো নির্মম হত্যাকা-ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সু-চিকিৎসার দাবিতে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার (২৬ অক্টোবর) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে এবং পুলিশী বাধার মুখেও এ কর্মসূচি পালিত হয়েছে।
চাঁদপুর শহরের বিপণীবাগ পৌর মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে সভাপ্রধানের বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদিন। সাধারণ সম্পাদক কেএম ইয়াসিন রাশেদসানীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওঃ নুরুল আমিন, ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সহ-সভাপতি মুফতি আমিনুল্লাহ বিন নুরী, জেলা ইসলামী আন্দোলনের যুগ্ম সম্পাদক মাওঃ গাজী মোঃ হানিফ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ বেলাল হোসাইন।
আরো বক্তব্য রাখেন সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওঃ নুরুদ্দিন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওঃ হেলাল আহমেদ, শহর শাখার সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসাইন, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক আবুল বাশার তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, যারা ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করে। আল্লাহ ও রাসূল (সাঃ)-এর অবমাননা সহ্য করা হবে না। নবীজির মহব্বতে রাস্তায় নেমে এসেছি। প্রতিবাদ জানাতে শহরের বাইতুল আমিন মসজিদ চত্বরে আমাদেরকে জড়ো হতে দেয়নি পুলিশ। শান্তিপূর্ণ অবস্থানে পুলিশি বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
সমাবেশে হযরত মোহাম্মদ (সাঃ)-এর বিরুদ্ধে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, ভোলার বোরহান উদ্দিনের ঘটনায় সুষ্ঠু তদন্ত, সকল শহীদ ও আহতদের ক্ষতিপূরণ প্রদান এবং অহেতুক কোনো তৌহিদী জনতাকে হয়রানি না করার দাবি জানানো হয়।
এদিন বৃষ্টির মধ্যে এবং পুলিশী বাধার মধ্যেও শহরে রাস্তায় নেমে আসেন ইসলামী আন্দোলনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পূর্বের নির্ধারিত স্থানে বিক্ষোভ মিছিল করতে না পেরে জেলা কার্যালয়ে গিয়ে সমাবেশ করেন তারা। সমাবেশে ভোলার ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওঃ নূরুল আমিন।