নিজ বাড়ির উঠোনে অটোবাইকের চাপায় শিশু নিহত


হাজীগঞ্জে নিজ বাড়ির উঠোনে ব্যাটারিচালিত অটোবাইকে চাপা পড়ে ইব্রাহিম (৪) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। হাজীগঞ্জ পৌর এলাকার ১২নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া গ্রামের ইউসুফ হাজী বাড়িতে গতকাল শুক্রবার দুপুরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। শিশুটি ওই বাড়ির জামাল হোসেনের ছেলে।
হাজী বাড়ির আনোয়ার হোসেন জানান, বাড়ির উঠোনে অন্য শিশুদের সাথে ইব্রাহিম খেলছিলো। এ সময় বাড়িতে সিমেন্টবোঝাই একটি ব্যাটারিচালিত অটোবাইক ঢুকে। তখন শিশুটি অটোরিকশার নিচে চাপা পড়ে মারাত্মক আহত হয়। সাথে সাথে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। আর অটোবাইকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি জানান, মৃতদেহটি থানায় রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেয়া হবে। আইনী প্রক্রিয়া শেষে শিশু ইব্রাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।