আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতায় কুমিল্লা বোর্ডে পুরাণবাজার ডিগ্রি কলেজ রানার্সআপ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা-২০১৯ গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টায় কুমিল্লা শহরস্থ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সুইমিংপুলে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতা উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামানসহ অতিথিবৃন্দ।
এ প্রতিযোগিতায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ১৪টি কলেজের ১১২ জন সাঁতারু অংশগ্রহণ করে। এর মধ্যে চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজের মোঃ শামীম মাঝি, সরওয়ার উদ্দিন বেপারী, মাঈনুদ্দিন শাওন, মোঃ জুবায়ের বেপারী, মাহবুব আলম ও মোঃ মাহফুজুর রহমানসহ জন সাঁতারে অংশগ্রহণ করে। সাঁতারুদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পুরাণবাজার ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ আখতারুজ্জামন। প্রতিযোগিতায় দ্রুততম সাঁতারু পুরাণবাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোঃ শামীম মাঝি সর্বোচ্চ নম্বর অর্জন করে। এ প্রতিযোগিতায় ১৪টি কলেজের ১১২ জন সাঁতারুর সাথে অংশগ্রহণ করে পুরাণবাজার ডিগ্রি কলেজ রানার্সআপ ট্রফি অর্জন করে। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস সালাম ও সচিব নূর মোহাম্মদসহ অন্য অতিথিবৃন্দ।