ফরিদগঞ্জ পাইলট বালিকা উবির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান


ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ এবং বিদ্যালয়ের নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপনের সভাপ্রধানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছে। শিক্ষাসহ প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। যার একটির চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর আজ উদ্বোধন হতে যাচ্ছে। সরকার এতোকিছু করছে, লক্ষ্য একটাইÑজাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়া। সরকার তার কাজ করে যাচ্ছে, এবার আমাদের দায়িত্ব। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা যদি নিজ নিজ অবস্থান থেকে মানসম্মত শিক্ষার জন্যে কাজ করেন তবে অচিরেই একটি আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পীকার এবং শিক্ষামন্ত্রীও নারী। অর্থাৎ আমাদের মেয়েরা যদি ভালোভাবে লেখাপড়া করে, তবে তাদের দেশের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছানোর জন্যে রাস্তা রয়েছে। কিন্তু তাদের যদি আমরা মাঝপথে থামিয়ে দেই অর্থাৎ বাল্যবিবাহ দেয়ার মতো অপরাধ করি, তবে আইনের চোখের সাথে সাথে এই শিক্ষার্থীদের ভবিষ্যৎও আমরা নষ্ট করবো। আমাদের অভিভাবকদের মনে রাখতে হবে, দেশের অর্ধেক মানুষ নারী। তাই তারা যদি কর্মক্ষম না হয়, তারা যদি শিক্ষিত হয়ে সমাজের কর্মকা-ে নেতৃত্ব দিতে না পারে, তবে আমরা কখনোই উন্নত দেশের সারিতে পৌঁছতে পারবো না। আমাদের শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা-সহ সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। তবেই তারা প্রকৃত মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ওমর ফারুক চৌধুরী ও সহকারী শিক্ষক হেলাল উদ্দিনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খান, উপাধ্যক্ষ মুনীর চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, পৌর কাউন্সিলর জাকির হোসেন গাজী, ফাতেমা বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মনির। অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলেয়া বেগম। আলোচনা শেষে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।