• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশ:  ২৪ অক্টোবর ২০১৯, ১৩:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ অক্টোবর বুধবার সকাল ১০টায় জেলা কমিউনিটি পুলিশিং কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান। তিনি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু শিল্পীদের উদ্দেশ্যে কবির ভাষায় বলেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। তোমরাই হবে দেশের কা-ারী। জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ডাঃ সহিদউল্লার সভাপতিত্বে সদর উপজেলা সভাপতি সালেহ আহম্মেদ জিন্নাহর সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সিনিয়র সহ-সভাপতি কাজী শাহাদাত, উপদেষ্টা ডাঃ মিজানুর রহমান, গিয়াসউদ্দিন মিলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম উদ্দিন, ওসি (তদন্ত) হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রব, সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ওমর ফারুক, শহর কমিউনিটি পুলিশিংয়ের প্রচার সম্পাদক অভিজিত রায় প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন।

সর্বাধিক পঠিত