শিক্ষার উন্নয়ন হলে এলাকার উন্নয়ন অবশ্যম্ভাবী : আল্লামা আবু ছুফিয়ান আল কাদেরী


‘কোনো এলাকার উন্নয়ন করতে চাইলে আগে সে এলাকার শিক্ষার উন্নয়ন করতে হবে। শিক্ষার উন্নয়ন হলে সামাজিক এবং পারিপাশির্^ক উন্নয়ন অবশ্যই হবে’। গতকাল বুধবার হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় (বদরপুর) এমএএস কাদেরিয়া চিশতীয়া হোসাইনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন বদরপুর দরবার শরীফ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওঃ আবু ছুফিয়ান আল কাদেরী।
এদিন সকালে মাদ্রাসা হলরুমে ইবতেদায়ী সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনে ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সমন্বয় থাকতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের সবচে’ বেশি ভূমিকা পালন করতে হবে। সন্তানের নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানে কী পড়ালেখা হয়েছে এবং বাড়ির কাজ কী দিয়েছে, তা তদারকির মাধ্যমে ওইদিনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়াও সন্তান কার সাথে চলাফেরা করে, কোথায় যায় এবং কী করে, তার খোঁজ-খবর রাখতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে উল্লেখ করে অভিভাবকদের উদ্দেশ্যে আবু ছুফিয়ান আল কাদেরী বলেন, এ কমপ্লেক্সের মাধ্যমে অত্র এলাকার শিক্ষার্থীদের সুশিক্ষার পথ প্রশস্ত হয়েছে। এ প্রতিষ্ঠানের উন্নয়নে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে এবং থাকবে। আপনাদের সুচিন্তিত মতামত, পরামর্শ এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে কমপ্লেক্সের আরো উন্নয়ন হবে বলে আমি আশাবাদী। কারণ, প্রতিষ্ঠানের উন্নয়ন মানে, শিক্ষার্থীদের উন্নয়ন তথা এলাকার উন্নয়ন। এ সময় তিনি কোনো অপপ্রচার ও গুজবে কান না দেয়ার আহ্বান জানান এবং অভিভাবকদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বদরপুর দরবার শরীফ কমপ্লেক্সের মহাপরিচালক মাওঃ মোঃ রহমত উল্যাহ্ খাঁন আল কাদেরীর সভাপ্রধানে ও মাদ্রাসা কর্তৃক আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসজিদে গাউছুল আজম জিলানী জামে মসজিদের সাবেক খতিব ও পেশ ইমাম হাফেজ মোঃ আবুল খায়ের মোফাচ্ছের। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ মোঃ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ মোঃ জোবায়ের হোসেন ও কাউছার আহমেদ।
সিনিয়র শিক্ষক ক্বারী মোঃ বিল্লাল হোসেন বেলাল পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীর পক্ষে বক্তব্য রাখেন মোঃ গিয়াস উদ্দিন ও মোঃ আরিফ উল্যাহ। এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। অতিথিদের বক্তব্য শেখে কমপ্লেক্সের উন্নয়ন ও সমৃদ্ধি, পরীক্ষার্থীর সফলতা কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আবু ছুফিয়ান আল কাদেরী।
এ সময় মাদ্রাসা সেক্রেটারী মোঃ সিরাজুল ইসলাম ও সদস্য সিরাজুল ইসলাম ছেরু মজুমদারসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, মাদ্রাসার অন্যান্য শিক্ষক, স্থানীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইবতেদায়ী সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষার্থীদের অভিভাবকসহ অন্যান্য শিক্ষার্থীর অভিভাবকগণ উপস্থিত ছিলেন।