৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ইকবাল হোসেন বেপারীর গণসংযোগ


চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, যুবলীগ সদস্য ইকবাল হোসেন বেপারী নিজ এলাকায় গণসংযোগ করেছেন। গত ২২ অক্টোবর দুপুর ৩টায় ৭নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লার সাধারণ মানুষের সাথে তিনি গণসংযোগ করেন ও তাদের খোঁজ-খবর নেন। এ সময় ইকবাল হোসেন বেপারীর সাথে এলাকার মুরব্বি, যুবক ও তরুণরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে ইকবাল হোসেন বেপারী ৭নং ওয়ার্ডের বড়স্টেশন, জামতলা, নিশিবিল্ডিং, চৌদ্দকোয়ার্টার, লঞ্চঘাট সংলগ্ন আশপাশের এলাকাগুলোতে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এ বিষয়ে ইকবাল হোসেন বেপারীর সাথে আলাপকালে তিনি জানান, মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এগিয়ে যেতে চাই। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে চাঁদপুরের মটি ও মানুষের নেত্রী মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা যার যার ক্ষুদ্র অবস্থান থেকে কাজ করে যেতে চাই। আসন্ন নির্বাচনে চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে আমি একজন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী। এই ওয়ার্ডের সাধারণ মানুষকে আমি আমার হৃদয় দিয়ে ভালোবাসি। ওনারাও আমাকে ¯েœহ ভালোবাসায় আবদ্ধ করে রেখেছে। সে লক্ষ্যেই আমি এ বছর ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে দাঁড়াবো বলে মন স্থির করেছি। এজন্যে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।