শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আজ চাঁদপুর আসছেন
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ১৪:০৭
নিজস্ব প্রতিবেদক


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ ডাঃ দীপু মনি আজ চাঁদপুর আসছেন। তিনি আজ বিকেল সাড়ে তিনটায় ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি চাঁদপুর সার্কিট হাউজে এসে উপস্থিত হবেন। এরপর সন্ধ্যা ৭টায় তিনি পুরাণবাজার হরিসভা সংলগ্ন নদী ভাঙ্গনকবলিত স্থান পরিদর্শন করবেন। রাত সাড়ে ৮টা থেকে তিনি তাঁর নিজ বাসায় নির্বাচনী এলাকার সাধারণ জনগণ এবং দলীয় নেতা-কর্মীদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পরদিন বুধবার ভোরে তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন। শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে প্রেরিত চিঠিতে তাঁর এ সফরসূচি সম্পর্কে জানা গেছে।