চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে সতর্কবার্তা

চাঁদপুর পৌর যুবলীগের এক জরুরি সভায় পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলী হোসেন বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম জমাদ্দারকে সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কর্মকা-ে লিপ্ত থাকায় তাদেরকে সতর্ক করা হয়েছে। চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
তারা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় আমাদের পৌর যুবলীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সে সভায় ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সতর্ক করে দিয়ে বলা হয় যে, আপনারা উভয়ে দলের গঠনতন্ত্রবিরোধী কর্মকা-ে লিপ্ত আছেন। ভবিষ্যতে আপনারা এ ধরনের কাজে লিপ্ত হলে আপনাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। আশা করি আপনারা বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্র অনুযায়ী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী কর্মকা- করবেন।