• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বজ্রপাত থেকে রক্ষা পেতে বৃক্ষ মানব শাহজাহান শিশিরের ব্যতিক্রমি উদ্যোগে ৫ হাজার তাল-গাছের চারা রোপণ

কার্যক্রমের শুরুতে চাঁদপুর কচুয়ায় ৯ শতাধিক তালের চারা রোপণ

প্রকাশ:  ২০ অক্টোবর ২০১৯, ১৩:৪৬ | আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৪:০৩
চাঁদপুর প্রতিনিধি ।।
প্রিন্ট

‘তালগাছ লাগান, মানুষ বাঁচান’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চাঁদপুরের কচুয়ায় প্রাকৃতিক প্রতিকূলতা ও বজ্র্রপাত থেকে মানুষ রক্ষা পেতে এ বছর সমগ্র উপজেলায় ৫ হাজার তাল গাছের চারা রোপণের পরিকল্প নিয়েছেন বৃক্ষ মানব নামে খ্যাত কচুয়া উপজেলার পরিষদে চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। 

এ উপলক্ষ্যে তিনি গতকাল শনিবার দুপুরে উপজেলার নলুয়া, ডুমুরিয়া ও বাসাবাড়িয়া গ্রামসহ বিভিন্ন স্থানে প্রায় ৯ শতাধিক গাছের চারা রোপন করেন। তিনি প্রতিনিধিকে জানান, তালগাছ বজ্র্রপাত থেকে মানুষকে রক্ষা করে। এ গাছ থেকে ফল ও কাঠ পাওয়া যায়। এ গাছ রাস্তার মাটি ধরে রাখতে সহায়তা করে এবং ছায়া দিয়ে মানুষ কে রৌদ্রের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায়। বিশেষ করে আমাদের দেশে বেশিরভাগ কৃষক ক্ষেত খামারে অনিরাপদভাবে কৃষি কাজ করে থাকে। জমির পাশে গাছ না থাকায় কৃষকরা বজ্রপাতে মারা যাচ্ছেন। বজ্র্রপাত থেকে কৃষকসহ সবাই যেন রক্ষা পায় সে জন্য কচুয়া উপজেলার বিভিন্ন রাস্তার পাশে খালি জায়গায় তাল গাছের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছি। সবার উচিৎ বাড়ির খালি জায়গায় বেশি বেশি করে তাল গাছের চারা রোপণ করা। নিজে বজ্রপাত থেকে রক্ষা পাব এবং অন্যকে রক্ষা পেতে সহযোগিতা করবো।

উলে­খ্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির গত কয়েক বছরে কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাস্তার পাশে খালি জায়গায় একযোগে একই দিনে ৬৮ হাজার বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষরোপণ করে বৃক্ষ মানব হিসেবে খ্যাতি অর্জন করেন।

সর্বাধিক পঠিত