• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আখেরি চাহার শোম্বা উপলক্ষে রোববার থেকে হাসান আলী হাইস্কুল মাঠে ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০১৯, ১৩:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে চাঁদপুর হাসান আলী সরকারি হাইস্কুল মাঠে দু’ দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার ও পরদিন সোমবার বাদ আছর হতে এ মাহফিল শুরু হবে।
মাহফিলে প্রথমদিন সভাপতিত্ব করবেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মমিনুল ইসলাম খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট  মুফাসসিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ জসিম উদ্দিন হামেদী, ফেনী।
মাহফিলের  দ্বিতীয় দিন সভাপতিত্ব করবেন চেয়ারম্যানঘাটা বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক মাওঃ মোঃ মাহাদী হাসান। এছাড়া দেশ বরেণ্য ওলামায়ে কেরাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উপস্থাপনা করবেন।
মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে ও আল-হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মোঃ  আবদুর রহমান গাজী।

 

সর্বাধিক পঠিত