• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজারে পেঁয়াজের ২ পাইকারী আড়তকে ৭ হাজার টাকা জরিমানা

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০১৯, ১৩:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরে পেঁয়াজের পাইকারী বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম এবং মোঃ মাহবুবুর রহমান। এ সময় জেলা মার্কেটিং অফিসার রেজাউল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযানে পেঁয়াজের আড়তদার মেসার্স সামছুদ্দিন মোল্লা এন্ড ব্রাদার্স, হাজী মান্নান শেখ, বিল্লাল কাজী ও এমদাদ উল্লার আড়তে পেঁয়াজের ক্রয় ও বিক্রয়মূল্য খতিয়ে দেখা হয়। এ সময় মূল্য তালিকায় অদ্যকার বাজারদর উল্লেখ না থাকায় হাজী মান্নান শেখকে ৫ হাজার ও বিল্লাল কাজীকে ২ হাজার করে দুই প্রতিষ্ঠান থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম জানান, পেঁয়াজের পাইকারী বাজার মনিটরিং করার জন্যে জেলা প্রশাসকের নির্দেশক্রমে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকায় দাম উল্লেখ না থাকায় এবং পেঁয়াজের ক্রয় ভাউচার দেখাতে না পারায় দুটি প্রতিষ্ঠানকে অর্থদ- করা হয়।
তিনি বলেন, অভিযানে আমরা পেঁয়াজের আড়তদারদের সতর্ক করেছি। প্রতি কেজি পেঁয়াজ পাইকারী আশি টাকায় বিক্রি হচ্ছে এখন।

 

সর্বাধিক পঠিত