• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

অভিযানের অগ্রগতি বিষয়ে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

চলমান মা ইলিশ রক্ষায় ইব্রাহীমপুর ও রাজরাজেশ্বরে বসছে অস্থায়ী পুলিশ ক্যাম্প

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৯, ১৫:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের পদ্মা-মেঘনায় মা ইলিশ রক্ষায় চলমান অভিযানে আজ শুক্রবার থেকে ইব্রাহীমপুর ও রাজরাজেশ্বরে পুলিশের অস্থায়ী ক্যাম্প বসানো হচ্ছে। পাশাপাশি নৌ-পুলিশের জাহাজের সাথে টহলে থাকবে কোস্টগার্ডের বড় জাহাজ কুতুবদিয়া। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান এ কথা জানিয়েছেন। গতকাল ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে তাঁর সম্মেলন কক্ষে চাঁদপুরে চলমান মা ইলিশ রক্ষা অভিযানের অগ্রগতি বিষয়ে প্রেস কনফারেন্সে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
জেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস কনফারেন্স করা হয়। এতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, মা ইলিশ নিধন প্রতিরোধে প্রতিদিনই প্রশাসনের অভিযান চলছে। অভিযান চলতে থাকবে। কোস্টগার্ডের সমুদ্রে টহল দেয়া জাহাজ কুতুবদিয়া বৃহস্পতিবার রাতে চাঁদপুর এসে পৌঁছেছে। নৌ-পুলিশের জাহাজ আর কোস্টগার্ডের কুতুবদিয়া এ দুটি জাহাজ দিনে ও রাতে নদীতে অবস্থান করে নদীর দুই দিক থেকেই টহলে থাকবে। এছাড়া জেলা পুলিশ বিভাগের অফিসারসহ চল্লিশজন ফোর্স দিয়ে রাজরাজেশ্বর ও ইব্রাহীমপুরের চর এলাকা পাহারা দেয়ার জন্যে পুলিশ ক্যাম্প স্থাপন করছে।
জেলা প্রশাসক আরো বলেন, আমরা মা ইলিশ রক্ষায় সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের উপর সমাজের সব দায়িত্ব দিলে চলবে না। সমস্ত মানুষের তাতে অংশগ্রহণ লাগবে। তিনি বলেন, আমার বক্তব্য স্পষ্ট, প্রশাসনের কেউ যদি নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ জব্দ করে অপ্রীতিকর ঘটনার জন্ম দেয় তাহলে অভিযুক্তের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ সময় সাংবাদিকরা মা ইলিশ নিয়ে নানা অনিয়ম তুলে ধরে সংবাদ প্রকাশ করায় তিনি ধন্যবাদ জানান এবং অভিযানের বাকি দিনগুলো সফল করার জন্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভার শুরুতে গত ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ৯ দিনের অভিযানে প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ নেয়ার তথ্য তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন।
বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান বিপিএম (বার), নৌ অঞ্চলের পুলিশ সুপার জমশের আলী, কোস্টগার্ড স্টেশান কমান্ডার লেঃ ইছাহাক আলী, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল বাকী প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, সাবেক সভাপতি শাহ মোঃ মাকসুদুল আলম, ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, সময় টিভির চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদ, ডিবিসি চ্যানেলের চাঁদপুর প্রতিনিধি তালহা জুবায়ের প্রমুখ।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রেস কনফারেন্সে জানানো হয়, এ যাবৎ মা ইলিশ রক্ষা অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  ৩১০টি অভিযানে ১০৩ জনকে ১ বছর করে কারাদ- প্রদান এবং ১ লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। কোস্টগার্ড ৫৭টি অভিযান পরিচালনা করে ৪ লাখ ৭৭ হাজার মিটার জাল ও ১ হাজার ৬৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করে। নৌ-পুলিশ ৬২টি অভিযান পরিচালনা করে ৪ লক্ষ ২৯ হাজার মিটার জাল এবং ৭৭৪ কেজি ইলিশ জব্দ করে। আর জেলা পুলিশ অভিযান পরিচালনা করে ৫৬টি। এ সময় ১৩ জনকে আটক করতে সক্ষম হয়। নিয়মিত মামলা করেছে ২টি।

 

সর্বাধিক পঠিত