• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস

স্যানিটেশনের মাধ্যমে নিজের পরিবারকে সুরক্ষার দায়িত্ব নিতে হবে : জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৯, ১৩:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘সকলের জন্যে উন্নত স্যানিটেশন নিশ্চিত হোক সুস্থ জীবন, সকলের হাত পরিচ্ছন্ন থাক’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে  জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৯ ও বিশ^ হাত ধোয়া দিবস চাঁদপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, হাত ধোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি চাঁদপুর সার্কিট হাউজ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানুষ কিভাবে সুস্থ থাকবে সুন্দর থাকবে সেজন্যেই হাত ধোয়া দিবস পালন করা হচ্ছে। আগের দিনে মানুষ ছাই দিয়ে হাত ধৌত করতো। এখন সাবান দিয়ে হাত ধোয়। অনেকে আগে ৫৭০ সাবান অথবা লাইফবয় সাবান ব্যবহার করতেন। এখন  মানুষ হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়। দেশ যে উন্নত হচ্ছে এটা একটা উপলব্ধির বিষয়। সুস্থ থাকতে নিজ থেকেই স্যানিটেশনের মাধ্যমে নিজের পরিবারকে সুরক্ষার দায়িত্ব প্রত্যেককে নিতে হবে। সবাই আন্তরিক থাকলে শতভাগ স্যানিটেশন বাস্তবায়ন হবে। এ কার্যক্রম প্রতিক্ষণে প্রতি সময় সকল পরিবারের জন্যে। এটা কারো ব্যক্তির নয়, এটা সমষ্টিগত স্বাস্থ্যরক্ষায় সকলের জন্যে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে ও জেলা  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ কবির চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাজেদা পলিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প অফিসার মোঃ মাহবুব  আফছার প্রমুখ।

সর্বাধিক পঠিত