বিষ্ণুপুরে ১২টি জেলে নৌকার ইঞ্জিন খুলে হস্তান্তর
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ১৩:৫৫
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর মাছঘাট সংলগ্ন তিনটি খালে অভিযান পরিচালনা করে ১২টি জেলে নৌকার ইঞ্জিন খুলে মালিককে হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার জন্য জেলেরা যাতে জাল নৌকা নিয়ে নদীতে নামতে না পারে সেজন্যে নৌকার ইঞ্জিন খুলে জেলেদের বাড়িতে রাখার উদ্যোগ নেয়া হচ্ছে।
বিষ্ণুপুরের আরেকটি খালে সংশ্লিষ্ট এলাকার মেম্বারসহ নৌ পুলিশ ও মৎস্য কর্মকর্তাকে অভিযানে পাঠানো হয়েছে । এভাবেই সব ক’টি ইউনিয়নে ইঞ্জিন খোলার কার্যক্রম চলবে প্রতিদিন।