কোস্টগার্ড ও নৌ-পুলিশের অভিযানে ৯০ কেজি ইলিশ ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ


ইলিশ সম্পদ রক্ষায় ৯ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন পদ্মা-মেঘনায় সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় মা ইলিশ ডিম ছাড়ার সময়। সে কারণেই মা ইলিশ রক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় নদীতে মাছের এ অভয়াশ্রম। অভয়াশ্রমকে সফল করতে চাঁদপুরের নৌ-পুলিশ ও কোস্টগার্ড ৯ অক্টোবর থেকেই অভিযান অব্যাহত রেখেছে। অভিযানের দ্বিতীয় দিন গতকাল ১১ অক্টোবর পৃথক দুটি অভিযান চালিয়ে ৯০ কেজি মা ইলিশ ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে নৌ পুলিশ ও কোস্টগার্ড। জব্দকৃত ইলিশ মাছ সংরক্ষণের জন্যে খন্দকার কোল্ড স্টোরেজের হিমাগারে পাঠিয়ে দেয়া হয় এবং জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
গতকাল ১১ অক্টোবর শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নৌ-পুলিশের অভিযানের নেতৃত্ব ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদু জ্জামান ও কোস্টগার্ডের অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসাইন। মৎস্য বিভাগের কর্মকর্তা হিসেবে ছিলেন মোঃ আশিকুর রহমান ও সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব রশিদ।