ফরিদগঞ্জে ব্যাপক আয়োজনে অ্যাডঃ সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত


ফরিদগঞ্জের চরকুমিরা গ্রামের কৃতী সন্তান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মহান মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য মরহুম অ্যাডঃ সিরাজুল ইসলামের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো পবিত্র কোরআনখানি, মরহুমের কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল। ফরিদগঞ্জের ১৬টি ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এসব কর্মসূচি পালিত হয়। জানা গেছে, প্রত্যেকটি ইউনিয়নের ৫/৬টি মসজিদ এবং পৌরসভার ওয়ার্ডগুলোতেও বিভিন্ন মসজিদে গতকাল শুক্রবার বাদ জুমা, বাদ আছর এবং বাদ মাগরিব এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া চরকুমিরা গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন অনেকে। সেখানে ফাতেহাও পাঠ করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিগণ এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।