জীবনদীপের সহযোগিতায় রক্ত পেলেন পঞ্চাশোর্ধ্ব শাহীনুর বেগম


মানব উন্নয়ন সেবামূলক প্রতিষ্ঠান, অনলাইন রক্তদাতা সংগঠন জীবনদীপের সহযোগিতায় রক্ত পেলেন পঞ্চাশোর্ধ্ব এক নারী। হরিণা জামে মসজিদের ইমাম আব্দুল গনি ভূঁইয়ার স্ত্রী শাহীনুর বেগম (৫২) জরায়ু সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। তিনি চিকিৎসার জন্যে গত ৮ অক্টোবর চাঁদপুর শহরের তালতলাস্থ ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক এ সংক্রান্ত জটিলতা নিরসনে অপারেশনের কথা বলেন। তাই তার রক্তের প্রয়োজন হওয়ায় পরিবারের লোকজন রক্তের জন্যে ছুটে আসেন জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারের নিকট। তাঁর ব্যবস্থাপনায় গত ১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে এ পজেটিভ রক্ত দিয়ে সহায়তা করেন চাঁদপুর নোভা এইড ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল টেকনোলজিস্ট এমডি মিরাজ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জীবনদীপের সদস্য বিমল চৌধুরী, সুদীপ রায় তন্ময়, শংকর হাওলাদার প্রমুখ।
উল্লেখ্য, জীবনদীপ প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন উপায়ে সহযোগিতা করে আসছে।