• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আলীম আল রাজী কবিরের একমাত্র কন্যার জন্মদিন পালিত

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৯, ০৮:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বর্ণাঢ্য আয়োজনে প্রয়াত প্রবীণ রাজনৈতিক নেতা, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মাস্টারের বড় ছেলে সাবেক ছাত্রনেতা আলীম আল রাজী কবির ও নার্গিস সুলতানা শিপির একমাত্র কন্যা অপ্সরা মেহেরীন রাজী মহুয়ার ১৭তম জন্মদিন পালিত হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় শহরের এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ জন্মদিন পালিত হয়। জন্মদিন উপলক্ষে কেক কাটা পর্বের আয়োজন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া, পৌর প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা ও লোকগবেষক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক একাত্তর কণ্ঠের প্রকাশক ও সম্পাদক কাজী মাহমুদ জিয়াউর রহমান বেলালসহ রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সুধীমহল উপস্থিত ছিলেন। কেক কাটার পূর্বে অপ্সরা মেহেরীন রাজী মহুয়ার জন্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে ঘিরে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনের সাবেক ছাত্রনেতা ও সুধীমহলের এক মিলনমেলা পরিলক্ষিত হয়।

সর্বাধিক পঠিত