• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : নূরুল ইসলাম নাজিম দেওয়ান

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৯, ১৮:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম বলেন, সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সরকার দেশ ও দেশের মানুষের উন্নয়নে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। মা ইলিশ রক্ষায় সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। অসাধু জেলেরা যাতে নদীতে নামতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জামাল হোসেন, সহকারী প্রোগ্রামার হারুনুর রশিদ, তথ্য সহকারী ফাতেমা বিনতে হানিফ, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, রাজরাজেশ^র ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান হাজী কাশেম খান, হানারচর ইউপির চেয়ারম্যান আব্দুস সাত্তার রাঢ়ি, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক প্রমুখ।
সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা পরিষদের সিএ মোঃ দিদার হোসেন।
নিয়নের গল্লাক বাজার এলাকার সরকার বাড়ির রুবেল সরকার। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার হাজীগঞ্জ বাজারস্থ ব্যাংক এশিয়ার পূর্ব পাশের স্যামসাং কোম্পানীর ডিস্ট্রিবিউটর শো-রুমে।
শো-রুমের স্বত্ত্বাধিকারী মোঃ হাছান ইকবাল চাঁদপুর কণ্ঠকে জানান, স্যামসাং কোম্পানীর টিভি, ফ্রিজ মোবাইলসহ সকল ইলেক্ট্রনিক্স আইটেমের উপর ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০% ক্যাশব্যাক অফার চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এরই মধ্যে আমাদের শো-রুমে ৫০ ভাগ ক্যাশব্যাক অফার পেয়ে যান ফরিদঞ্জের এক ক্রেতা। এই ক্রেতা ৩৮ হাজার টাকার ফ্রিজটি মাত্র ১৮ হাজার টাকায় কিনে বাড়ি ফিরেন। তিনি অবশ্যই সৌভাগ্যবান ক্রেতা। ফ্রিজ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার এরিয়া ম্যানেজার সঞ্চয় দাস, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সওদাগর ও রফিকুল ইসলামসহ অনেকে।

সর্বাধিক পঠিত